সম্ভাব্য কোভিড-১৯ রোগীদের থেকে নমুনা সংগ্রহ করে সেটি যথাযথ পরীক্ষাগারে পাঠানো যেমন নিরাপদ হওয়া উচিত, তেমনিভাবে দ্রুতও হতে হবে। আর তাই ফ্লোরিডাতে কোভিড-১৯ নমুনা পরিবহনে চালকবিহীন গাড়ি ব্যবহার করা হচ্ছে। খবর এনগ্যাজেট।
দ্য মায়ো ক্লিনিক, জ্যাকসনভিলে ট্রান্সপোর্টেশন অথরিটি, নাভিয়া এবং বিপ সম্মিলিতভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে সেটি মায়ো ক্লিনিক ক্যাম্পাসে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভাইরাসটির বিস্তার রোধ এবং রোগীর সেবায় নিয়োজিতদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
গত ৩০ মার্চ থেকে প্রতিদিন চারবার শাটলটি একই রুটে যাওয়া আসা করছে।
অন্যান্য স্বচালিত গাড়ির মতো এটিও নিয়ন্ত্রণহীন নয়। মানুষ-চালিত একটি এসইউভি শাটলটির পিছনে থাকে এবং নমুনা লোড ও আনলোডের কাজ করে থাকেন। এছাড়া মোবাইল কমান্ড সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিকভাবে সেবাটি পর্যবেক্ষণ করা হয়।
এসইউভিটি এটি নিশ্চিত করে যে অন্য কোনো গাড়ি শাটলের সামনে আসছে কিনা এবং ট্রাফিক তৈরি করছে কিনা।
ডিবিটেক/বিএমটি