ব্যবহারকারী সামাজিক দূরত্বের নিয়ম ঠিকঠাক মানছে কি না, এবার সেই তথ্য বলে দেবে ফেসবুক। এজন্য তৈরি হচ্ছে ‘ডিজিজ প্রিভেনশন ম্যাপস’। ‘ডেটা ফর গুড’ কর্মসূচির আওতায় এই ম্যাপটি তৈরিতে ব্যবহারকারীর অবস্থানগত তথ্য বিশ্লেষণে একটি নতুন টুল তৈরি করেছে।
করোনা ভাইরাস মাহামারি ঠেকাতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে এই ম্যাপটি চালু হবে। এরপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে এটি চালু হবে বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ টুলযুক্ত এই ডিজিটাল ম্যাপটি জনস্বার্থ নিয়ে কাজ করা কর্মকর্তাসহ নীতিনির্ধারকেরা কাজে লাগাতে পারবেন। এতে কোন এলাকায় করোনাভাইরাস বেশি ছড়াচ্ছে, তা জানা যাবে।
জানাগেছে, ডিজিজ প্রিভেনশন ম্যাপসে থাকবে কো-লোকেশন ডেটা নামের ফিচার, যাতে এক এলাকার মানুষ অন্য কোথাও সংস্পর্শে আসছে কি না, তার পূর্বাভাস দেখা যাবে। এ ছাড়া মানুষের ঘোরাফেরার সীমানার ট্রেন্ড, বিভিন্ন এলাকায় মানুষের সামাজিক সংযুক্ত থাকার সূচক প্রভৃতি ফিচার থাকবে। তবে এতে নির্দিষ্ট ব্যক্তির চলাচলের ধরন দেখানো হবে না।
ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকে ব্যক্তির অবস্থানগত তথ্য জানতে না দেওয়ার সুযোগও রয়েছে। এ তথ্য শেয়ার করা হবে কি না, তা ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে। তবে, তারা অন্যান্য ফিচার ব্যবহার করে ব্যক্তির চলাফেরার বিষয়টি ধরতে পারে।
ডিজিজ প্রিভেনশন ম্যাপস: https://dataforgood.fb.com/docs/covid19/