আগামী ৩ এপ্রিল ভারতে চালু হচ্ছে ওয়াল্ট ডিজনির স্ট্রিমিং সেবা ডিজনি প্লাস। নেটফ্লিক্স ও অ্যামাজনকে টেক্কা দিয়ে ভারতের ক্রমবর্ধমান অনলাইন স্ট্রিমিং বাজার দখলে এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
ভারতের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্লাটফর্ম হটস্টারকে স্থানীয় অংশীদার হিসেবে নিয়ে ডিজনি প্লাস চালু হচ্ছে। হটস্টার এইচবিও’র সুপার হিট শো ‘গেম অব থ্রোন’ সম্প্রচার করে থাকে।
ভারতের টি২০ ক্রিকেট লীগকে সামনে রেখে সেবাটি উন্মোচন করতে বিলম্ব করা হয়, তবে চলমান করোনাভাইরাসের বিস্তারের ফলে সেটি স্থগিত করা হয়েছে। হটস্টারের মূল প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়ার এই ক্রিকেট লীগের ডিজিটাল ও টিভি ব্রডকাস্ট স্বত্ব রয়েছে। তবে লীগটি স্থগিত হওয়ার কারণে আর বিলম্ব না করে এখনই সেবাটি চালু করছে ডিজনি।
ডিবিটেক/বিএমটি