গাড়িতে বসিয়েই তিন ধাপে করোনা সনাক্ত করাছে গুগল অ্যালফাবেট। যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়ার স্যান জোসে, স্যান ম্যাটিও, লেক এসিনোর এবং স্ক্র্যামেন্টো কাউন্টিতে এই সুবিধা চালু করছে এই টেক জায়ান্টে সহপ্রতিষ্ঠান মেডিকেল কোম্পানি ভেরিলি।
বেসলাইন কোভিাড ১৯ টেস্টিং প্রকল্পের অধীনে ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয় গাড়িতে বসিয়েই। আশপাশের পরিবেশে যেন ভাইরাস না ছড়ায় এবং নমুনা সংগ্রহকারী কর্মীদের সুরক্ষাও যেস নিশ্চিত করা যায় সে জন্যই এ উদ্যোগ বলে জানিয়েছেন প্রকল্প সদস্য এমিলি।
ইউটিউব ভিডিও পোস্টে তিন ধাপে নমুনা সংগ্রহ প্রক্রিয়াও দেখিয়েছেন তিনি।
প্রথম ধাপে অনলাইনের কিছু প্রশ্নের মাধ্যমে ঠিক করা হয় কোভিড ১৯ টেস্ট লাগবে কি না।
দ্বিতীয় ধাপে অনলাইন পর্যালোচনায় কাউকে টেস্টের জন্য যোগ্য মনে করা হলে তাহলে তাকে একটি রেফারেন্স আইডি নাম্বার দেওয়া হয়। একজন প্রতিনিধি টেস্টের সময় ও স্থান জানিয়ে দেয়।
শেষ ধাপে নিজেকেই ড্রাইভ করে টেস্টের স্থানে পৌঁছতে হয়। সেখানে একটি স্টেশনে একজন অ্যাপয়েন্টমেন্ট চেক করেন। এরপর আরেকটি স্টেশনে রেফারেন্স আইডি ম্যাচ করা হয়। এ দুই ধাপে গাড়ির গ্লাস নামানোর অনুমতি দেওয়া হয় না। লিখিত বোর্ড দেখিয়ে আলাপ হয়। এরপর গাড়ির কাঁচ নামিয়ে নমুনা সংগ্রহ করা হয়।
ফলাফলনমুনা সংগ্রহ করার দুই থেকে চারদিন পর ফলাফল আসে। যদি রোগী করোনায় আক্রান্ত হয়, তাহলে একজন বিশেষজ্ঞ ফোন করে বিস্তারিত নির্দেশনা দেন। আর যদি ওই ব্যক্তি করোনায় আক্রান্ত না হয়, তাহলে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।