বিশ্বাস করুন আর নাইবা করুন, ২০১৬ সালের পর এই প্রথম গুগল ট্রান্সলেটে যুক্ত হলো নতুন ভাষা। বিষয়টি পরিস্কার না হলেও, দীর্ঘ সময় বন্ধ থাকার বিষয়টি পুষিয়ে নিচ্ছে গুগল। খবর এনগ্যাজেট।
গুগল পাঁচটি ভাষা যুক্ত করেছে। এগুলো হলো- কিনয়ারওয়ান্ডা (রুয়ান্ডা), ওডিয়া (ভারত), টাটা, তুর্কমেন এবং উইঘুর। গুগল যেহেতু চীনে সকল গুগল সেবা বন্ধ রেখেছে তাই উইঘুরদের জন্য সেবাটি ব্যবহার করা কঠিন হলেও অন্য কমিউনিটির মানুষরা সেটি বুঝতে পারবে।
এছাড়া ট্রান্সলেটে যুক্ত হয়েছে কিনয়ারওয়ান্ডা, টাটার এবং উইঘুরের ভার্চুয়াল কীবোর্ড। নতুন পাঁচ ভাষা যুক্ত হওয়ার ফলে গুগল ট্রান্সলেটে এখন মোট ভাষার সংখ্যা ১০৮। তবে বিশ্বে প্রায় ৭১১৭ ভাষা প্রচলিত আছে। ফলে খুব ছোট্ট অংশই যুক্ত হয়েছে এই সেবায়। যদিও গুগল প্রধান ভাষাগুলোকে যুক্ত করতে পেরেছে।
ডিবিটেক/বিএমটি