চলমান করোনাভাইরাসের কারণে বেড়ে গেছে অনলাইন কেনাকাটা। আর সেটি সামাল দিতে অ্যামাজনের ওয়্যারহাউজে অতিরিক্ত সময় কাজ করছেন কর্মীরা। এই পরিস্থিতিতে ঐসব কর্মীদের বেতন বাড়িয়েছে ই-কমার্স জায়ান্টটি। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ওয়্যারহাউজের কর্মীরা বাড়তি দায়িত্বের জন্য এই সুবিধাটি পাবেন। ১৫ মার্চ থেকে আগামী ৯ মে পর্যন্ত ঘন্টাভিত্তিক কর্মীরা ৪০ ঘন্টার পর দ্বিগুন বেতন পাবেন বলে জানানো হয়েছে।
এক সপ্তাহের মধ্যে কর্মীদের বেতন বাড়ানোর ঘটনাটি দু’বার ঘটলো। গত সোমবার অ্যামাজন অ্যাসোসিয়েটদের বেতন ঘন্টায় ১৫ ডলারের পরিবর্তে ১৭ ডলারে উন্নীত করে। একইসাথে চাপ সামাল দিতে যুক্তরাষ্ট্রে এক লাখ ওয়্যারহাউজ ও ডেলিভারি কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানায়।
ডিবিটেক/বিএমটি