ওভারলোড ঠেকাতে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইন্ডাস্ট্রি প্রধান থেরি ব্রেটন স্ট্রিমিং সেবাগুলোর ছবির মান কমানোর আহ্বান জানিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্সের পর নিজেদের স্ট্রিমিং সেবার মান কমিয়েছে ইউটিউব এবং অ্যামাজন প্রাইম। খবর রয়টার্স।
কর্মীদের বাড়িতে অফিসের কাজের সুযোগ দেয়ার ফলে সমগ্র ইউরোপজুড়ে ইন্টারনেটের উপর চাপ বেড়েছে। মোবাইল অপারেটরগুলোও এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। আর তাই পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নেয় ইউরোপীয় ইউনিয়ন। যাতে সাড়া দিচ্ছে ভিডিও শেয়ারিং ও স্ট্রিমিং প্লাটফর্মগুলো।
স্ট্রিমিং ভিডিও ফিক্সড এবং মোবাইল নেটওয়ার্কের ৬০ শতাংশ বা তার বেশি ট্রাফিক নিতে পারে। এছাড়া ২৪ মার্চ ইউরোপের কয়েকটি দেশে ডিজনি প্লাস চালু হলে সেটি আরও বেড়ে যাবে।
ইউটিউব আপাতভাবে ৩০ দিনের জন্য এই সুবিধাটি দিবে। পরিস্থিতি বুঝে সেটি বাড়ানো হতে পারে।
ডিবিটেক/বিএমটি