বিশ্বজুড়ে বর্তমানে ১০০ কোটি উইন্ডোজ ১০ ডিভাইস ব্যবহার করা হচ্ছে, যা বিশ্বের মোট জনসংখ্যার হিসেবে প্রতি ৭ জনে একজন। মাইক্রোসফটের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে এনগ্যাজেট।
২০১৫ সাল থেকে, অপারেটিং সিস্টেমটি কনসোল, ল্যাপটপ এবং পিসিতে ব্যবহার হয়ে আসছে। বিশ্বের অন্তত ২০০টি দেশে এই অপারেটিং সিস্টেমটি চলছে।
মাইক্রোসফটের মতে, যেহেতু ব্যবসায়গুলো এই সিস্টেমে তাদের অপারেটিং সিস্টেমকে রূপান্তর করছে তাই আগামী মাস ও বছরগুলোতে এই সংখ্যা বাড়বে।
ডিবিটেক/বিএমটি