গুগলের জিমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, হ্যাংআউট, ডকস এবং অন্যান্য প্রোডাক্টিভিটি সম্পর্কিত অ্যাপসের বাণিজ্যিক সংস্করণ জি স্যুটে মাসে সক্রিয় গ্রাহকের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। জি স্যুট ডিভিশনের প্রধান জেভিয়ার সলটেরো এই তথ্য জানিয়েছেন। খবর জিএসএম এরিনা।
সলটেরো জানান, ২০১৯ সালের শেষের দিকেই মাসে সক্রিয় গ্রাহকের সংখ্যা ২০০ কোটি অতিক্রম করে। তিনি আরও জানান, প্রযুক্তি জায়ান্টটি তাদের প্রোডাক্টিভিটি সফটওয়্যার পোর্টফোলিওকে আরও সামনে এগিয়ে নিতে পরিকল্পনা করছে।
জি স্যুট অ্যাপগুলোতে আরও উন্নত করতে টিমটি এআই এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করছে।
ডিবিটেক/বিএমটি