অপ্রতিরোধ্য গতিতে বিশ্বব্যাপী বিস্তার লাভ করছে করোনা ভাইরাস। তবে কতদূর, আর কত দ্রুত তা ছড়াচ্ছে এর উত্তর পেতে কিত্রিম বুদ্ধিত্তার সাহায্য নিচ্ছেন ব্লু ডট এর কানাডিয় বিশেষজ্ঞরা।
ব্লু ডট সিইও অধ্যাপক কামরান খান বলেন, আমরাই প্রকৃত পক্ষে সর্ব-প্রথম চিহ্নিত করি এই করোনার অস্তিত্ব। আর সেটি ছিলো নিউ ইয়ার্স, ইভ ডে, ৩১ ডিসেম্বর ২০১৯।
আমাদের উদ্ভাবিত অ্যালগোরিদম মেশিনই প্রথম চিহ্নিত করে চীনাদের মধ্যে এক বিশেষ ধরনের নিউমোনিয়া রোগ আক্রান্ত হবার বিষয়টি। যেটি দেখা যায় উহানের মার্টে প্লেসের আশেপাশের মানুষদের মধ্যে। বিষয়টি আমাদের টিম উপস্থাপন করলে ১৭ বছর আগের সার্স ভাইরাসের সমান্তরালে এটিকে বিবেচনা করা হয় ও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়।
ফলে এর প্রাদুর্ভাব ট্যাক করা ও সচেতন ভাবে সতর্ক করা সম্ভব হয় বলেও মন্তব্য করেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এর সংক্রমক রোগ ও মহামারি বিভাগের অধ্যাপক ডেভিড হেইমেন।
শুধু ট্র্যাকিংই নয়, সতর্কতা, সচেতনতা ও তাৎক্ষিণিক চিকিৎসা পরামর্শ দিতেও কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।