আইওএস ১৪ সংস্করণে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এর সঙ্গে জুনে ঘোষণা আসছে নতুন নতুন অ্যাপ ও ডিভাইসেরও।
এর মধ্যে রয়েছে ওয়ার্কিংআউট গাইড অ্যাপ হিসেবে আইওএস, ওয়াচ ওএস ও অ্যাপল টিভিতে কাজ করতে সক্ষম ফিটনেস ট্রাকার সিমোর। আসছে স্টিল ও লাইভ ওয়ালপেপারের জন্য আলাদা ‘স্টোর’।
এছাড়াও অগমেন্টেড রিয়েলিটি ফিচার গোবি এবং ওয়ালেট, চাবি, গ্যাজেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেতে ‘এয়ারট্যাগস’ নামের একটি হার্ডওয়্যার আনতে যাচ্ছে অভিজাত এই ব্র্যান্ডটি।
এর ফলে তীব্র প্রতিযোগিতায় পড়তে হবে ওয়ালপেপার, ফিটনেস ও হারানো জিনিস খুঁজে দেওয়ার স্টার্টআপ প্রতিষ্ঠানের তৈরি ভেলাম, আনস্প্লাশ, ক্লারিটি, ওয়ালি ও ডাবলুএলপিপিআর, টাইল, চিপোলো ও অরবিটের মতো অ্যাপগুলো।
চ্যালেঞ্জের মুখে পড়তে পারে অগমেন্টেড স্ক্যানিং নিয়ে কাজ করা স্টার্টআপ ব্লিপারও।