বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে ইতিমধ্যেই অনেক কোম্পানিই তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে। কেউবা আবার কর্মীদের বাড়িতে বসে অফিসের কাজ করার পরামর্শ দিচ্ছেন। এই তালিকায় এবার যুক্ত হয়েছে গুগল। খবর এনগ্যাজেট।
প্রযুক্তি জায়ান্টটি তাদের সকল উত্তর আমেরিকান কর্মীদের সম্ভব হলে বাড়িতে বসেই কাজ করার নির্দেশনা দিয়েছে। কমপক্ষে আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্তটি বাস্তবায়নে কথা বলা হয়েছে।
একইসাথে, গুগল তাদের প্লাটফর্মে মেডিকেল ফেস মাস্ক বিক্রির বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে। এছাড়া যদি কোনো অস্থায়ী কর্মী এবং ভেন্ডর কোভিড-১৯ এর সম্ভাব্য রোগী হয়ে থাকেন অথবা কোয়ারেন্টাইনে রাখা হয় তাহলে তাদেরকে অর্থ পরিশোধ করবে গুগল।
ডিবিটেক/বিএমটি