নতুন মাইলফলকে পৌঁছেছে টেসলা। চলতি বছরে ১০ লাখ ইলেকট্রিক ভেহিকল তৈরি করছে কোম্পানিটি। টেসলার প্রধান ইলন মাস্ক এই টুইটে এই মাইলফলকের ঘোষণা দিয়ে তার টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর এনগ্যাজেট।
মাস্কের প্রকাশিত একাধিক ছবির মধ্যে রয়েছে রেড মডেল ওয়াই, যা প্রায় ১০ লাখ ইউনিট তৈরি হচ্ছে। আর অন্যান্য গাড়িও একই মডেলের বলে জানিয়েছেন একজন মুখপাত্র।
এর আগে বছরে গাড়ি তৈরিতে এক মিলিয়নের মাইলফলক অর্জন করতে না পারলেও সংখ্যাটি খুব কাছাকাছি ছিলো। তবে এবার সেটি ছাড়িয়ে যাচ্ছে।
আগামী কয়েকদিনের মধ্যেই মডেল ওয়াই ক্রসওভার এসইউভি বাজারজাত করা শুরু করবে টেসলা।
ডিবিটেক/বিএমটি