সিলিকন ভ্যালিতে অ্যাপলের প্রধান কার্যালয়ে কর্মরতদের বাড়িতে বসেই অফিসের কাজ করার নির্দেশনা দিয়েছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির একজন মুখপাত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
মূলত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জের ধরে সতর্কতাস্বরূপ এই উদ্যোগ নিয়েছে অ্যাপল। সান্তা ক্লারা, যেখানে অবস্থিত অ্যাপল পার্কে ১২ হাজারের অধিক কর্মী রয়েছে, সেখানে অধিকাংশ বড় কোম্পানিই কর্মীদেরকে যোগাযোগের ক্ষেত্রে টেলিফোন এবং সরাসরি যোগযোগ কমাতে ভিন্ন উপায় খোঁজার কথা জানিয়েছে।
গত ৫ মার্চের হিসাব অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০ নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সিয়াটলের কর্মীদেরকেও বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে অ্যাপল। যদিও সান্তা ক্লারার রিটেইল স্টোর এখনও চালু রয়েছে।
ডিবিটেক/বিএমটি