করোনাভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য প্রতিরোধে সত্যিকারভাবেই গুরুত্ব রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে তারা এমন একটি উদ্যোগ নিলো যেটি আগে বিবেচনা করা হয়নি। অপ্রত্যাশিত হলেও সত্যি যে, সংস্থাটি টিকটকের সাথে জোট বেধে অপপ্রচার রোধের চেষ্টা করছে। খবর এনগ্যাজেট।
নিজেদের ভিডিওর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কীভাবে লোকজন এই ভয়াবহ ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারে এবং অন্যদেরকে রক্ষা করতে পারে সেটির সচেতনতা তৈরি করছে। এছাড়া কীভাবে মাস্ক পরতে হয় এবং কখন মাস্কের প্রয়োজন নেই সেটিও জানাচ্ছে সংস্থাটি।
ভিডিওটি নাচের কিংবা রাজনৈতিক ক্লিপ না হলেও বেশ সাড়া ফেলেছে। ইতিমধ্যেই ভিডিওটি সাড়ে ছয় মিলিয়ন ভিউ হয়েছে।
ডিবিটেক/বিএমটি