চালক এবং পাঠকদের যাত্রাকে সহজ করতে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে উবার। প্রথমত রাইডের স্ট্যাটাস সম্পর্কে স্বচ্ছতা আনতে অ্যাপ ইন্টারফেসে নতুনত্ব আনা হয়েছে।
দ্বিতীয়ত, অ্যাপটিতে যুক্ত হয়েছে অনুবাদ সুবিধা, যার মাধ্যমে ভিন্ন ভাষার চালক ও যাত্রীর মধ্যে যোগাযোগ সহজ হবে। খবর এনগ্যাজেট।
অনুবাদ সুবিধায় যুক্ত হয়েছে শতাধিক ভাষা। ফলে ব্যবহারকারীরা বিদেশে গিয়েও সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সঠিক সময়ে সঠিক পিকআপ পয়েন্ট জানতে পারবেন যাত্রীরা। এয়ারপোর্ট কিংবা অন্য ব্যস্ততম জায়গায় সচরাচর পিকআপ পয়েন্টে নেভিগেশন করতে নির্দেশনা যুক্ত করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি