আউটার স্পেসে পর্যটক পাঠাতে একধাপ এগিয়ে গেছে স্পেসএক্স। কোম্পানিটি মহাকাশ পর্যটকদের ক্রু ড্রাগনের মাধ্যমে মহাকাশে পাঠাতে স্পেস অ্যাডভেঞ্চারসের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। আগামী বছর কিংবা তার পরবর্তী বছরের যেকোনো সময়ে চারজন পর্যটক মহাকাশে ঘোরার সুযোগ পাবে। খবর এনগ্যাজেট।
আগ্রহী মহাকাশ যাত্রীরা যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ নেবে। এরপর তাদেরকে ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে মহাকাশে উড়বে। কক্ষপথে ৫ দিন ঘোরার সুযোগ পাবেন তারা।
গত ৫০ বছরে সানুষ পৃথিবী থেকে যত দূরে গেছে তার থেকেও বেশি দূরে যাওয়ার সুযোগ পাবেন মহাকাশ পর্যটকরা। আর এটি সফল হলে পুরোপুরি আমেরিকান প্রযুক্তিতে প্রথম অর্বিটাল স্পেস ট্যুরিজম অভিজ্ঞতা পাবেন তারা।
ডিবিটেক/বিএমটি