অলিম্পিকস এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) মিডিয়া টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অ্যাকাউন্ট দুটি সাময়িকভাবে লকডও হয়েছে বলে নিশ্চিত করেছে টুইটার। খবর রয়টার্স।
টুইটারের একজন মুখমাত্র ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, থার্ড পার্টি প্লাটফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট দুটি হ্যাক হয়েছে। তবে কারা এই হ্যাকিং কার্যক্রম চালিয়েছে সেটি জানায়নি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি।
টুইটারের পক্ষ থেকে বলা হয়, আমরা যখনই বিষয়টি ধরতে পেরেছি তখনই অ্যাকাউন্ট দুটি লক করে দিয়েছে। এখন আমাদের পার্টনারদের সাথে যৌথভাবে মিলে সেগুলো পুনরুদ্ধার করার কাজ করছি।
বিষয়টি নিয়ে আইওসির পক্ষ থেকেও তদন্ত করছে।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার স্পেনের সকার ক্লাব এফসি বার্সেলোনার অ্যাকাউন্টও একই ঘটনার মুখোমুখি হয়েছিলো। এফসি বার্সেলোনা সাইবারসিকিউরিটি অডিট করবে এবং সকল প্রোটোকল ও থার্ড পার্টি টুলস রিভিউ করবে।
ডিবিটেক/বিএমটি