ফেসবুক ও টুইটারকে ৪০ লাখ রুবল বা ৬৩ হাজার ডলার করে জরিমানা করেছে মস্কোর এক আদালত। রাশিয়ান ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা রাশিয়ার সার্ভারে সংরক্ষণ করতে রাজি না হওয়ায় পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠান দুটিকে এতো বড় পরিমাণ জরিমানা করা হল।
রাশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাজর’এর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই জরিমানা করা হয়। দেশটির ২০১২ সালের এক বিধি মেনে জরিমানাটি করা হয়েছে।
ওই বিধির এক শর্তে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ান নাগরিকদের ব্যক্তিগত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে রাশিয়ার সার্ভার ব্যবহার করতে হবে।
প্রসঙ্গত, ফেসবুক, টুইটার ও গুগলের মতো প্রতিষ্ঠানের কাছে থাকা রাশিয়ান নাগরিকদের ডেটা রাশিয়ার ফিরিয়ে আনার বিধিটি মানতে বাধ্য করতে বেশ কয়েক বছর ধরেই চেষ্টা করেছে রাশিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাজর।’ কিন্তু আদতে কোনো সফলতা না আসায় এই জরিমানা করা হলো।