বেইজিংয়ের কিছু অ্যাপল স্টোর খুলছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), কমছে কর্মঘন্টা। তবে মেইনল্যান্ড চায়নার অন্যান্য স্টোরগুলো বন্ধ থাকছে। অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
করোনাভাইরাসের জেরে প্রায় এক সপ্তাহ বন্ধ রাখার পর গত ৮ ফেব্রুয়ারি অন্তত আরও এক সপ্তাহ চীনের স্টোরগুলো বন্ধ রাখার কথা জানায়। তবে কোম্পানিটি তাদের কর্পোরেট অফিস ও কনট্যাক্ট সেন্টার চালু রাখার চেষ্টা করে।
এরপর চীনের কর্তৃপক্ষ অধিবাসীদের পাবলিক এরিয়া এড়িয়ে চলার ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার পর অ্যাপল তাদের স্টোরসহ কার্যালয়গুলো বন্ধ করতে বাধ্য হয়।
অ্যাপলের ওয়েবসাইট মতে, ১৪ ফেব্রুয়ারি বেইজিংয়ের ৫টি স্টোর চালু হচ্ছে। এর আগে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই স্টোরগুলো চালু থাকলেও এখন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত চালু থাকবে। সাংহাই এবং সেনজেনের স্টোরগুলো বন্ধ থাকবে।
ডিবিটেক/বিএমটি