আগামীতে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে সাউন্ডক্লাউডে। কারণ কোম্পানিতি ৭৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করেছে। সিরিয়াসএক্সএম এই বিনিয়োগ করেছে। খবর এনগ্যাজেট।
এই অর্থের বিনিময়ে স্ট্রিমি কোম্পানিটি সিরিয়াসএক্সএমকে কিছু শেয়ার এবং বোর্ডে দুইটি পদ দিচ্ছে বলে জানানো হয়েছে। আর বিনিয়োগ হওয়া অর্থ দিয়ে নতুন পণ্য তৈরি এবং বর্তমান থাকা সেবাগুলো উন্নত করতে ব্যবহার করবে।
২০১৭ সালে কোম্পানিটির প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো। জুলাইয়ে কোম্পানিটি ৪০ শতাংশ জনবল ছাঁটাই করে। খরচ কমাতে ১৭৩ জনকে অব্যহতি দেয় এবং সানফ্রান্সিসকো ও লন্ডনের কার্যালয় বন্ধ করে দেয় কোম্পানিটি। সেই সময়ে সাউন্ডক্লাউড ১৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করে।
প্রায় তিনবছর পর, সাউন্ডক্লাউড বার্ষিক আয় ২০০ মিলিয়ন ডলারের উন্নীত করার দিকে যাচ্ছে বলে জানানো হয়েছে।
ডিবিটেক/বিএমটি