উবারের বছর শেষের আয়ের তথ্য জানাচ্ছে, কোম্পানিটি এখনও ক্ষতিতে রয়েছে। তবে এই বছরের শেষ নাগাদ কোম্পানিটি লাভের মুখ দেখতে পারে বলে প্রত্যাশা করছে উবার। খবর এনগ্যাজেট।
বৃহস্পতিবার উবার সিএফও নেলসন চাই বলেন, ২০২০ সালের শেষ প্রান্তিকে লাভ করার পরিকল্পনা করেছে কোম্পানিটি। এই মাইলফলক অর্জন করতে বড় ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করবে উবার। এজন্য উবারের কর্মীরাও সেটি বাস্তবায়নে কাজ করছে।
২০১৯ সালে উবার প্রায় সাড়ে ৮ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতির প্রায় অর্ধেকই কোম্পানির আইপিও বাস্তবায়নে খরচ হয়েছে। এই সময়ে উবারের ট্রিপস ও বুকিংয়ের পরিমান ২০১৮ সালের তুলনায় মাত্র ৩০ শতাংশ বেড়েছে। এছাড়া কোম্পানিটি রাজস্ব আয় হয়েছে ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার।
উবার প্রত্যাশা করছে ২০১৯ সালের শেষ প্রান্তিকের মতোই চলতি বছরের প্রথম প্রান্তিকে সমপরিমান আয় হবে। এই বছরের শেষে প্রকৃতঅর্থে অন্য যাত্রা শুরু হবে উবারের। উবার রাইডের পাশাপাশি উবার ইটসেও লাভের প্রত্যাশা করছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি