গুগল তাদের ক্রোম ব্রাউজারের নতুন আপডেট উন্মুক্ত করে। মঙ্গলবার উন্মুক্ত হওয়া ব্রাউজারটি ক্রস-সাইট ট্র্যাকিং প্রতিরোধ করতে পারবে, যা ব্রাউজারটি উল্লেখযোগ্য ফিচার। খবর এনগ্যাজেট।
প্রযুক্তি জায়ান্টটি বলছে, গত বছরের মাঝামাঝি সময় থেকে গুগল এই ফিচারটি নিয়ে কাজ করছে। মূলত ব্যাড অ্যাক্টর, ব্রাউজার কুকিসের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক কিংবা ফান্ড ট্রান্সফারের মতো নিরাপত্তামূলক ত্রুটি প্রতিরোধ করতে এটি করা হয়েছে।
ক্রোম ৮০ সংস্করণটি নতুন ‘সিকিউর বাই ডিফল্ট কুকি ক্লাসিফিকেশন সিস্টেম’ প্রয়োগের মাধ্যমে নিরাপত্তামূলক এসব ত্রুটি প্রতিরোধ করবে।
ডিবিটেক/বিএমটি