করোনা ভাইরাসের কারণে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চাইনিজ মেইনল্যান্ডে পরিচালিত সকল অফিশিয়াল স্টোর এবং কর্পোরেট কার্যালয় বন্ধ করছে অ্যাপল। শনিবার অ্যাপলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে অ্যাপল জানায়, ঝুঁকি এড়াতে এবং শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া সর্বশেষ পরামর্শ অনুযায়ী আমরা মেইনল্যান্ড চায়নাতে অবস্থিত আমাদের সকল কর্পোরেট কার্যালয়, স্টোর এবং কনট্যাক্ট সেন্টার বন্ধ করে দিচ্ছি। যতো দ্রুত সম্ভব এগুলো চালু করার চেষ্টা থাকবে আমাদের।
গত সপ্তাহে চীনে তিনটি স্টোর বন্ধ করে দিয়েছিলো অ্যাপল। শুধু অ্যাপল নয়, স্টারবাকস কর্পোরেশন, ম্যাকডোনাল্ডসের মতো বেশ কিছু বহুজাতিক কোম্পানি তাদের স্টোর বন্ধ করেছে।
ডিবিটেক/বিএমটি