কর্মী ও বিক্রয় প্রতিনিধিদের সুরক্ষা দিতে চীনে অ্যাপলের সব কার্যালয়, বিক্রয়কেন্দ্র বন্ধ হচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে কয়েক ধাপে দেশটির কার্যালয়, বিক্রয়কেন্দ্র, যোগাযোগসেবা সবই সাময়িক সময়ের জন্য বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ক্রমেই ভয়ঙ্কর রূপ ধারণকরা করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে এই ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এই সময়ে আগের মতোই অনলাইন স্টোরগুলো সেবা দেবে বলে জানিয়েছে এই মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যাপল’র দাবি করেছে, চীনের কার্যালয় ও বিক্রয়কেন্দ্র বন্ধ হলেও দেশটিতে আইফোন বা অন্যান্য ডিভাইস উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। এগুলো খোলার পর ছুটির দিনগুলোতে যেভাবে উৎপাদন ধরে রাখা হয় তেমন করেই ধরে রাখবে তারা।
প্রসঙ্গত, ভাইরাস ছড়ানোর প্রথম দিকেই উহান শহরের একটি বিক্রয়কেন্দ্র বন্ধ করেছিল অ্যাপল।