সঠিক প্রাইভেসির দিকে অগ্রযাত্রার মাধ্যমে ২০২০ সাল শুরু করতে চায় ফেসবুক। আর এই অগ্রযাত্রায় প্রায় সকল গ্রাহককেই সংযুক্ত করতে চায় শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট।
পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুকের প্রায় দুই বিলিয়ন গ্রাহককে তাদের প্রাইভেসি সেটিংস রিভিউ করানোর জন্য বার্তা দেখাবে ফেসবুক। নিউজফিডে এই বার্তাতে ক্লিক করলে নতুনভাবে সাঁজানো প্রাইভেসি চেকআপ টুলে নিয়ে যাবে।
এই প্রাইভেসি চেকআপ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কে তার বিভিন্ন তথ্য দেখতে পারবে এবং অ্যাকাউন্টটি কতোটা নিরাপদ। গত গ্রীষ্মে ফেসবুকের প্রতিমাসে সক্রিয় গ্রাহকের সংখ্যা ছিলো ২.৪৫ বিলিয়ন। সেই হিসেবে বলা চলে নিকট ভবিষৎএ আপনার সামনেও এই বার্তাটি আসবে।
এই টুলের পাশাপাশি ফেসবুক আরও কিছু উদ্যোগ নিয়েছে। মূলত ক্যামব্রিজ অ্যানালিটিকা ঘটনার পর প্রাইভেসি নিয়ে বেশ ভুগতে হচ্ছে ফেসবুককে। আর তাই এমন পরিস্থিতি এড়াতে এসব উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি