প্রায় ছয় মাস বন্ধ রাখার পর শর্তসাপেক্ষে ধীরগতির ইন্টারনেট সংযোগ চালু হচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরে। শনিবার (২৫ জানুয়ারি) জম্মু ও কাশ্মীর প্রশাসন থেকে ওই অঞ্চলটিতে আংশিকভাবে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সংযোগ চালু করার ঘোষণা দিয়েছে।
শর্ত অনুযায়ী, শুধু ‘সাদা তালিকাভুক্ত’ ওয়েবসাইটগুলো ইন্টারনেট সুবিধা পেলেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না ওই অঞ্চলের বাসিন্দারা।
এ বিষয়ে এনডিটিভি অনলাইনে বলা হয়, জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও তা হবে ধীরগতির দ্বিতীয় প্রজন্মের (২-জি) প্রযুক্তির। ডেটা সেবা প্রি-পেইডের পাশাপাশি পোস্ট-পেইড সিমকার্ডেও থাকবে।
জম্মু ও কাশ্মীর প্রশাসনের স্বরাষ্ট্র বিভাগ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, কিছু বিধিনিষেধ জারি থাকা অবস্থায় মোবাইল ডেটা সেবা ও ইন্টারনেট সংযোগ চালু করা হচ্ছে। ২৫ জানুয়ারি (শনিবার) থেকে তা কার্যকর হবে। সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত এটা ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় ভারত সরকার।