হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন আনার পরিকল্পনা থেকে সরে গেছে প্লাটফর্মটির মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। এর পরিবর্তে কোম্পানিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ের নতুন পরিকল্পনা করেছে। ফেসবুকের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর ডিজিটাল ট্রেন্ডস।
শুনতে অবাক লাগতে পারে যে অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করা প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন থেকে সরে যাচ্ছে। প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিষ্ঠান থেকে তাহলে কীভাবে আয় করবে ফেসবুক?
ফেসবুক তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন বাদে অধিক সুন্দর ও গ্রহণযোগ্য আয়ের পথ বের হয়েছে, সেটি হলো হোয়াটসঅ্যাপ বিজনেস।
২০১৮ সালে ফেসবুক ব্যবসায়ের জন্য নতুন টুল চালু করা শুরু করে, যেখানে ব্যবসায়গুলো তাদের গ্রাহকদের সাথে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের উপর নির্ভর করে। এই নতুন সেবাায় ডিজিটাল স্টোরফ্রন্ড সেটআপ, গ্রাহকসেবা প্রদান, অর্ডার আপডেট, অটোমেটেড বট তৈরি করাসহ নানা ফিচার রয়েছে। আর এই ব্যবসায় টুলসের মাধ্যমেই নতুন আয়ের পথ খুঁজছে ফেসবুক।
ডিবিটেক/বিএমটি