উড়ন্ত গাড়ি তৈরিতে বেশ নজর দিয়েছে গাড়ি এবং উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় উড়ন্ত গাড়ি (ফ্লায়িং ট্যাক্সি) স্টার্টআপ জোবি অ্যাভিয়েশনে ৩৪৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। খবর এনগ্যাজেট।
নতুন এই বিনিয়োগের মাধ্যমে উভয় কোম্পানি পরবর্তী এয়ারক্রাফট তৈরি করবে। জোভি তাদের অল-ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ এবং ল্যান্ডি অভিজ্ঞতা এবং টয়োটা তাদের উৎপাদন, মান এবং খরচ নিয়ন্ত্রণের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে উড়ন্ত গাড়ি তৈরি করবে।
সিরিজ সি ফাইন্যান্সিং রাউন্ডে টয়োটার এই বিনিয়োগের মাধ্যমে জোবি ৫৯০ মিলিয়ন ডলার ফান্ড তৈরি করেছে। কোম্পানিটিতে আগের বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ইন্টেল ক্যাপিটাল, জেটব্লু টেকনোলজি ভেঞ্চারস এবং টয়োটা এআই ভেঞ্চারস।
ডিবিটেক/বিএমটি