মূক ও বধিরদের জন্য বিশেষ এক স্মার্টফোনের নকশা করছেন একলকাতার কালনার বাসিন্দা গোবিন্দ মন্ডল। তার উদ্ভাবিত নকশায় ফোনের এপারে থাকা ব্যক্তি যা বলবেন তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে বিশেষ ওই স্মার্টফোন ব্যবহারকারীর কাছে।
একইভাবে উত্তরে বিশেষ স্মার্টফোনে যা লিখবেন তা ভয়েস হিসেবে শুনতে পারবেন এ প্রান্তে থাকা ব্যক্তি। ফলে অনেক সহজ হবে দুইদিকে ভাব বিনিময় করা যাবে।
ফলে হাত নেড়ে বা অঙ্গভঙ্গি না করেই ফোনে কথা চালিয়ে যেতে পারবেন মূক-বধিররা।
এ বিষয়ে ভারতে সংবাদ প্রতিদিনকে গোবিন্দ মন্ডল জানিয়েছেন, কমিউনিকেশন মেথড ডিভাইসটিতে তিনি একটি অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে মাইক্রোফোন ও স্পিকার যুক্ত করেছেন। সেইসঙ্গে একটি সফটওয়্যার তৈরি করে তা ফোনে ইনস্টল করেছেন।
ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ডিভাইসটির পেটেন্টও পেয়েছেন বলে জানান তিনি।