এখন থেকে গুগল নিউজে আর পেইড ম্যাগাজিন সাবস্ক্রিপশন থাকছে না। ফলে গুগল নিউজ ব্যবহারকারীরা প্রিন্ট-রেপ্লিকা ম্যাগাজিন পড়ার সুযোগ পাবেন না। খবর এনগ্যাজেট।
অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যমতে, ইতিমধ্যে ব্যবহারকারীদের ইমেইল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে গুগল নিউজ তাদের ডিজিটাল ম্যাগাজিন সেবা বন্ধ করে দিচ্ছে।
গুগলের এই সেবাটি প্রায় ২০০টি পাবলিশারের সাথে কাজ করছে। এখন থেকে সাবস্ক্রাইবাররা নতুন ম্যাগাজিন কিনতে পারবেন না। তবে পুরাতন সংস্করণগুলো গুগল নিউজ অ্যাপের মাধ্যমে পড়তে পারবেন।
সেবাটি বন্ধ করার পাশাপাশি প্রযুক্তি জায়ান্টটি গত ৩০ দিনের মধ্যে সাবস্কাইব করা পেমেন্টগুলো গ্রাহকদের ফেরত দেয়া শুরু করেছে।
ডিবিটেক/বিএমটি