স্মার্ট ডিভাইস ব্যবহারকারীকে একটি ইকোসিস্টেমে আনতে যাচ্ছে শাওমি। এজন্য আগামী পাঁচ বছরে ৫ হাজার কোটি চাইনিজ ইউয়ান (৭১৮ কোটি ডলার) বিনিয়োগ করবে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতাটি। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) মতো প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমেই এই ইকোসিস্টেম গড়ে তোলা হবে জানিয়েছেন শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেই জুন
তিনি বলেন, আমরা শাওমির অগ্রগতি ধরে রাখা এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনতে কাজ করছি। এরই অংশ হিসেবে নতুন প্রযুক্তিতে উপস্থিতি বাড়ানোয় জোর দিচ্ছি। এর মাধ্যমে আমাদের স্মার্টফোনসহ অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারকারীকে একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। এর ফলে শাওমির ডিভাইস ব্যবহারকারীরা আরো উন্নত প্রযুক্তিগত সেবা পাবেন।
প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে লেখা পেস্টে লি জুন বলেন, আমরা শাওমির অগ্রগতি ধরে রাখা এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনতে কাজ করছি। এরই অংশ হিসেবে নতুন প্রযুক্তিতে উপস্থিতি বাড়ানোয় জোর দিচ্ছি। এর মাধ্যমে আমাদের স্মার্টফোনসহ অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারকারীকে একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা চলছে। এর ফলে শাওমির ডিভাইস ব্যবহারকারীরা আরো উন্নত প্রযুক্তিগত সেবা পাবেন।
জনাগেছে, আগামী পাঁচ বছরে ফাইভজি, এআই ও আইওটির মতো ক্রমবর্ধমান নতুন প্রযুক্তিতে উল্লিখিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শাওমি। বিনিয়োগ বিষয়ে কর্মপন্থা নির্ধারণে কাজ করছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বৈশ্বিক তথ্যপ্রযুক্তি খাতে এ বিনিয়োগ তাদের উপস্থিতি দৃঢ় করবে।