দ্রুত ফাইল শেয়ারিংয়ের জন্য এক হয়েছে স্মার্টফোন নির্মাতা শাওমি, অপো এবং ভিভো। তিন ব্র্যান্ডের যেকোনো একটি ব্র্যান্ডের ফোন থেকে অপর ব্র্যান্ডের ফোনে সহজে ও দ্রুতভাবে এই ফাইল শেয়ার করা যাবে। খবর অ্যান্ড্রয়েড পুলিশ।
তিন কোম্পানির যৌথ উদ্যোগের এই পিয়ার-টু-পিয়ার প্রটোকলের মাধ্যমে প্রতি সেকেন্ডে ২০ এমবি গতিতে ফাইল ট্রান্সফার করা যাবে। ব্লুটুথের মাধ্যমে পেয়ারিং, এরপর ওয়াইফাইয়ের মাধ্যমে ফাইল ট্রান্সফার হবে।
সম্প্রতি শাওমি উইচ্যাটে খবরটি নিশ্চিত করেছে। তিন মোবাইল নির্মাতা একজোট হলেও অন্য যেকোনো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এই উদ্যোগে যুক্ত হতে পারবে।
ইতিমধ্যেই এই প্রযুক্তি শাওমি, অপো এবং ভিভোর কয়েকটি মডেলে ব্যবহার করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি