গতবছর স্টানফোর্ডের প্রশিক্ষিত বিজ্ঞানী প্রথমবারের মতো সিআরআইএসপিআর/ক্যাস৯ টুল ব্যবহার করে জিন পরিবর্তিত বাচ্চার জন্ম দেয়ার ঘটনা প্রকাশ করে বিশ্বে তোলপাড় সৃষ্টি করেন। এখন সেই বিজ্ঞানী জিয়ানকুই এবং দুইজন সহযোগিকে উক্ত কাজের জন্য কারাবাস দেয়া হয়েছে।
চীনে পরিচালিত একটি গোপন ট্রায়ালে এই বিচার করা হয়েছে। মানব শরীরের জিন পরিবর্তনের মাধ্যমে অবৈধ মেডিকেল অনুশীলন করায় তাকে তিন বছরের কারাবাস প্রদান করা হয়েছে।
শুধু জেল নয় জিয়ানকুইকে তিন মিলিয়ন ইউয়ান জরিমানা ও ঔষধ তৈরির ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। তার দুই সহযোগি ঝাং রেনলি এবং কিন জিংহাউ জরিমানা ও নিষিদ্ধের পাশাপাশি যথাক্রমে দুই বছর ও ১৮ মাসের জেল প্রদান করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি