বিদায়ী ২০১৯ সালে ২৩টি পণ্য ও সেবা বন্ধ করে দিয়েছে টেক জায়ান্ট গুগল। এর মধ্যে রয়েছে- ইউটিউব গেমিং, ইউটিউব মেসেজেস, সোশ্যাল প্লাটফর্ম গুগল প্লাস, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ অ্যালো, ওয়েব লিংক সংক্ষিপ্ত করার ইউআরএল শর্টনার, যন্ত্র থেকে অডিও ইনপুটসহ স্পিকারে অডিও স্ট্রিম ক্রোমকাস্ট অডিও, ইনবক্স বাই জিমেইল।
এছাড়াও বন্ধ হয়েছে- অ্যারিও, ব্লগ কম্পাস, গুগল ক্লাউড মেসেজিং, গুগল স্পটলাইট স্টোরিজ, গুগল জাম্প, জি স্যুট ট্রেইনিং, ফলো ইউর ওয়ার্ল্ড, ডেটালি, গুগল বুলেটিন, গুগল ফিউশন টেবিলস এবং গুগল ট্রান্সলেটর টুলকিট।
আরো বন্ধ হয়েছে গুগল ডে-ড্রিম, গুগল ক্লিপস, গুগল ট্রিপস, ড্রাগনফ্লাই ও গুগল কোরিলেট।