আগামী ৭ জানুয়ারি লাস ভেগাসে শুরু হবে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২০। গত সপ্তাহে এই আয়োজনের এক বিশেষ অনুষ্ঠানে মিডিয়াকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ওয়ানপ্লাস।
যদিও আমন্ত্রণপত্রে সেই অনুষ্ঠানে কী হবে সেটি জানায়নি কোম্পিানিটি। তবে এবার চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি জানিয়েছে সিইএসে উন্মোচিত হবে ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ান।
উইবোতে এ বিষয়ে একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করেছে ওয়ানপ্লাস। তবে তাতে কনসেপ্ট ওয়ান আসলেই কী সেটি তাতে প্রকাশ পায়নি।
তবে ধারণা করা হচ্ছে এটি হতে পারে স্মার্টফোন, ইয়ারফোন কিংবা নতুন কিছু। সত্যিই কী উন্মোচিত করতে যাচ্ছে ওয়ানপ্লাস, তা জানা যাবে আর তিন সপ্তাহ পরেই।
ডিবিটেক/বিএমটি