আমাদের গ্রহের বাইরে সোলার সিস্টেম এক্সপ্লোর করতে সবচেয়ে বড় যে জিনিষটির প্রয়োজন সেটি হলো পানির অস্তিত্ব খুঁজে পাওয়া। যে পানি পান করা এবং রকেট ফুয়েল তৈরিতে ব্যবহার করা যাবে। আর তাই মঙ্গলের বসবাসের লক্ষ্য নিয়ে সেখানে পানিসহ প্রয়োজনীয় উপকরণের খোঁজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার এই প্রচেষ্ঠায় আশার আলো দেখেছে সাম্প্রতিক গবেষণা। লাল গ্রহে বরফ হিসেবে পানির সম্ভাব্য অস্তিত্ব প্রকাশ পেয়েছে নাসার ‘ট্রেজার ম্যাপ’-এ। গবেষকরা মঙ্গলের ভূপৃষ্ঠের ম্যাপ তৈরি করেছেন, যে ম্যাপটিতে যেখানে পানি আছে বলে বিশ্বাস করা হচ্ছে সে স্থানটি তুলে ধরা হয়েছে।
কিছু কিছু জায়গায় ভূপৃষ্ঠের ২.৫ সেন্টিমিটার নিচে বরফের অস্তিত্ব রয়েছে, যা সহজেই অ্যাক্সেস করা যাবে। ম্যাপে যেখানে কুল কালার ব্যবহার করা হয়েছে সেখানে ভূপৃষ্ঠের কাছাকাছি এবং যেখানে ওয়ার্ম কালার ব্যবহার করা হয়েছে সেখানে গভীরে পানির অস্তিত্ব রয়েছে।
নতুন এই ম্যাপের মাধ্যমে মঙ্গলে পরবর্তী মিশন কোথায় শুরু করা হবে এবং নভোচারী পাঠানোর বিষয়ে পরিকল্পনা করতে পারবেন গবেষকরা।
ডিবিটেক/বিএমটি