ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের কৌতুহল থাকে বিখ্যাত মানুষটা কি ধরনের প্রযুক্তি ডিভাইস ব্যবহার করেন। অনেকে এই প্রধানমন্ত্রীকে ফলো করেন।
মোদী সরকার ক্ষমতায় আসার পর সামনে আসে ডিজিটাল ইন্ডিয়ার কনসেপ্ট। প্রত্যেক দিন ডিজিটাল ভারতকে আরও বেশি অনুপ্রাণিত করতে নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে কেন্দ্রীয় সরকার।
নরেন্দ্র মোদী নিজে নানা ধরনের ঘোষণা করে থাকেন ফেসবুকে বা টুইটার ব্যবহারে। তাই স্মার্টফোন এখন মন্ত্রীদের হাতে হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখনই যে দেশে সফরে যান, সেখানকার ছবি পোস্ট করেন। ফেসবুক ও টুইটারে তার ভক্তের সংখ্যা বিপুল। সুতরাং আপডেট দিতেও ভোলেন না। সবসময়ই সঙ্গে রাখতে হয় আপডেটেড স্মার্টফোন।
প্রযুক্তির প্রতি নরেন্দ্র মোদীর বিশেষ ভালোবাসা রয়েছে। তাই তিনি উন্নতমানের অ্যাপল ডিভাইস ব্যবহার করে থাকেন।
২০১৮-তে দুবাই সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে সেলফি পোস্ট করেন তিনি। সেই ছবিতে নরেন্দ্র মোদীকে আইফোন-৬ ব্যবহার করতে দেখা গিয়েছিল। যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী, তাই সুরক্ষার কথা মাথায় রেখেই আইফোন ব্যবহার করেন মোদী।