গত দুই বছরে কেবল যুক্তরাষ্ট্রেই ছয় হাজার যৌন হয়রানির অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে রাইড শেয়ারিং অ্যাপ উবার। এরমধ্যে কেবল ২০১৮ সালে বছরে দেশটিতে ১৩ কোটি রাইডের মধ্যে ৩ হাজার যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথমবার প্রকাশিত দ্বিবার্ষিক সেফটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ ও ২০১৮ সালের মধ্যে ৫ হাজার ৯৮১টি যৌন হয়রানির অভিযোগ এসেছে উবারের কাছে। ২০১৭ সালের তুলনায় পরের বছর অভিযোগের সংখ্যা বেড়েছে ১৬ শতাংশ।
তবে উবার ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।