মাত্র ১২ বছর বয়স তার। নাম সিদ্ধার্থ শ্রীবাস্তব পিল্লি। ভারতের হায়দরাবাদে একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। মাত্র ১২ বছর বয়সী এই ছাত্রকে চাকরি দিয়েছে হায়দরাবাদের প্রতিষ্ঠিত সফটওয়্যার কোম্পানি মনটেনি স্মার্ট বিজনেস সলিউশন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে শ্রীবাস্তব বলে, ‘আমার বয়স ১২। মনটেনি স্মার্ট বিজনেস সলিউশন কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে ডাক পেয়েছি। সফটওয়্যার কোম্পানিতে আমাকে যোগ দিতে অনুপ্রেরণা দিয়েছেন তন্ময় বকসি।’
ছোটবেলা থেকে বাবার হাত ধরেই সফটওয়্যারে আগ্রহ জন্মায় সিদ্ধার্থের। খুব অল্প বয়স থেকে কোডিংয়ের প্রতি ভালোবাসা জন্মেছিল। তাই আজ দক্ষতার নিরিখে বড়দেরও টেক্কা দিতে সফল হয়েছে সে।
হায়দরাবাদের শ্রী চৈতন্য টেকনো স্কুলের ছাত্র সিদ্ধার্থ বলেছে, ‘এই বয়সে আমাকে যিনি এমন একটা চাকরি পেতে সাহায্য করেছেন, তিনি আমার বাবা। নানা আত্মজীবনী পড়তে বলতেন। আজ যা কিছু হতে পেরেছি, সব বাবার জন্যই।’
সিদ্ধার্থ জানিয়েছে, ‘তন্ময় বকসি আমার অনুপ্রেরণা। গুগলে উনি খুবই অল্প বয়সে ডেভলপার হিসেবে কাজ পান। আর্টিফিশিয়ান ইনটেলিজেন্স নিয়ে উনি অসাধারণ কাজ করছেন।’