মোবাইল ডিভাইসের জন্য আলাদাভাবে একাধিক অ্যাপসের সাবস্ক্রিপশন ফি পরিশোধ করা খুবই ব্যয়বহুল। আর এই ব্যয় কমাতে গত সেপ্টেম্বরে প্লে পাস নামে অ্যান্ড্রয়েড অ্যাপ সাবস্ক্রিপশন সেবা চালু করে গুগল। যার মাধ্যমে একটি ফি দিয়েই অসংখ্য অ্যাপস ব্যবহার করা যাবে।
সেবাটিতে ৩৫০টিরও বেশি অ্যাপ যুক্ত ছিলো। তবে এর সাথে আরও ৩৭টি গেম ও অ্যাপ যুক্ত করা হয়েছে। মূলত অ্যাপল আর্কেডের সাথে প্রতিযোগিতায় টিকতে সেবাটিকে ক্রমেই সম্প্রসারিত করছে গুগল।
নতুন যুক্ত হওয়া অ্যাপের তালিকায় রয়েছে পডকাস্ট রিপাবলিক, আর্টফ্লো, ক্রস ডিজে প্রো, ডিয়ারো অ্যাপ। গেমের মধ্যে রয়েছে কাট দ্য রোপ, পিনবল ফ্লিপার ক্লাসিক, ইনফিনিটি লুপ, ট্র্যাফিক্স এবং সাইটাস ২। বর্তমানে মাসে ৪.৯৯ ডলারে প্লে পাস ব্যবহার করতে পারছেন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা।
ডিবিটেক/বিএমটি