বৃটেনের জেলে বন্দী বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জেলেই মারা যেতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। অ্যাসাঞ্জের নাজুক শারীরিক অবস্থার কথা জানিয়ে বেলমার্শ কারাগার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় ব্যবহৃত কোনো হাসপাতালে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, সুইডেন, শ্রীলংকা ও পোলান্ডের ৬০ জন চিকিৎসক।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে লেখা ১৬ পৃষ্ঠার এক খোলা চিঠিতে চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসাঞ্জের শারীরিক এবং মানসিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া দরকার। অ্যাসাঞ্জকে হাসপাতালে নেওয়া না হলে জেলেই মারা যেতে পারেন তিনি। গত ২১ অক্টোবরে অ্যাসাঞ্জকে লন্ডনের একটি আদালতে তোলা হয়েছিল। সেখানে প্রত্যক্ষদর্শীরা তার শারীরিক অসুস্থতা প্রত্যক্ষ করেছেন।
তাদের এ শঙ্কার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, সুইডেন, শ্রীলংকা ও পোলান্ডের ৬০ জন চিকিৎসক এই খোলা চিঠি লিখেছেন। সোমবার এই চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির অভিযোগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রায় ৭ বছর পর গত ১১ এপ্রিল জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। বর্তমানে তিনি যুক্তরাজ্যের হাই সিকিউরিটি বেলমার্শ কারাগারে বন্দী আছেন।