ব্রিটিশ অভিনেতা সাশা ব্যারন কোহেন বলেছেন, ১৯৩০ সালে যদি ফেসবুক থাকতো তবে ইহুদি বিদ্বেষ ছড়াতে হিটলারকেও বিজ্ঞাপন প্রচার করতে দিত ফেসবুক।
নিউইয়র্কে দেয়া ভাষণে ফেসবুকের পাশাপাশি গুগল, টুইটার ও ইউটিউবের সমালোচনা করেন ‘আলি জি’ চলচ্চিত্র খ্যাত তারকা কোহেন। তিনি বলেন, গুগল, টু্ইটার ও ইউটিউব কোটি কোটি মানুষের মধ্যে অস্বাভাবিক বিষয়বস্তুর জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে।
প্রসঙ্গত, রাজনৈতিক প্রচারণাকে কেন্দ্র করে ভুল তথ্য যেন না ছড়ানো হয়, তা নিশ্চিত করতে ইন্টারনেট প্রতিষ্ঠান ও সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে রয়েছে। অক্টোবরের শেষদিকে টুইটার ঘোষণা দেয়, ২২ নভেম্বর থেকে তারা বিশ্বব্যাপী রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করা থেকে বিরত থাকবে।
চলতি সপ্তাহের শুরুতে গুগল দাবি করেছে, ব্যক্তির সার্চ হিস্ট্রি বা ইন্টারনেট ব্রাউজিংয়ের তথ্যের ওপর ভিত্তি করে ওই ব্যক্তির জন্য বিশেষায়িত বিজ্ঞাপন যেন রাজনৈতিক বিজ্ঞাপনদাতারা তৈরি না করে, তা নিশ্চিত করবে তারা।