টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডর্সির টুইটার অ্যাকাউন্ট হ্যাককারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ হ্যাকার চাকলিং স্কোয়াডের সাবেক প্রধান ছিলেন। খবর এনগ্যাজেট।
নাম গোপন রাখা ঐ হ্যাকার অভিযোগ অস্বীকার করেছে, যে সিম সোয়াপিং করে ডর্সির ফোন নাম্বার তৈরি করে। আর গ্রুপের অন্যান্য সদস্যরা একের পর একে মেসেজের মাধ্যমে ডর্সির অ্যাকাউন্টকে হ্যাকিং করতে সাহায্য করে।
গ্রুপের আরেক সদস্য ডিবাগ জানায়, অভিযুক্ত ব্যক্তি একাধিক হ্যাকিংয়ের সাথে জড়িত ছিলো। এর মধ্যে সান্তা ক্লারা কান্ট্রি’র ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিন ওয়েস্টের অ্যাকাউন্টও। ঐ গ্রুপও একাধিক হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে।
ডিবিটেক/বিএমটি