অবশেষে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারে চালু হলো টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম। তবে পার্থক্য হলো এখন ব্যবহারকারীরা তাদের মোবাইল নাম্বার ছাড়াই এই সেবাটি চালু করতে পারবেন। খবর এনগ্যাজেট।
এসএমএসভিত্তিক টু-ফ্যাক্টর অথেনটিকেশনে কোড জেনারেটিং ডিভাইস অথবা সিকিউরিটি কী হারিয়ে গেলে গ্রাহকদের বেশ ভোগান্তিতে পড়তে হতো। এমনকি এ ধরণের সেবা সিম ক্লোনিং অ্যাটাকের ক্ষেত্রেও তেমনটা সুবিধা দিতে পারে না।
তবে নতুন এই সুবিধার ফলে গ্রাহক চাইলেই তার ফোন নাম্বার অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারবেন না। গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট সেটিংস থেকে নতুন ফিচারটি চালু করতে পারবেন।
ডিবিটেক/বিএমটি