কয়েক মাস আগে জানা গেছিলো, ব্যবহারকারীদের যাত্রাকে নিরাপদ করতে যাত্রীর অ্যাপের মাধ্যমেই অডিও রেকর্ড ফিচার আনছে। যাত্রী তার যাত্রাকে অনিরাপদ মনে করলে এই অডিও রেকর্ড করতে পারবেন। এবার ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। খবর এনগ্যাজেট।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরে বলা হয়, শিগগিরই পাইলট প্রকল্প হিসেবে ব্রাজিল এবং মেক্সিকোর নির্ধারিত শহরে এই সেবাটি চালু করা হবে।
ডিসেম্বরের প্রথম থেকেই শহরটিতে উবার ব্যবহারকারীরা তাদের সকল ট্রিপের ক্ষেত্রে অডিও রেকর্ড হতে পারে সেই সতর্কতা পাবেন। ট্রিপ শেষে, যাত্রী যদি কোনো নিরাপত্তা সমস্যার অভিযোগ করেন তাহলে ঐ অডিও উবার কাস্টোমার সাপোর্ট এজেন্টকে পাঠাতে পারবেন। যদিও অডিও রেকর্ড হয়ে গেলে যাত্রী কিংবা ড্রাইভার কেউই সেটি শুনতে পারবেন না।
ডিবিটেক/বিএমটি