চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট হুয়াওয়েকে নিষিদ্ধের তালিকায় তালিকায় যুক্ত করে। এরপর বিশেষ লাইসেন্স ছাড়া যুক্তরাষ্ট্রের কোম্পানির সাথে হুয়াওয়ের ব্যবসা নিষিদ্ধ করা হয়।
তখন থেকে এখন পর্যন্ত বিদ্যমান গ্রাহক যেমন মোবাইল ফোন ব্যবহারকারী এবং হুয়াওয়ের কম্পোনেন্ট ব্যবহারকারী প্রান্তিক টেলিকম প্রতিষ্ঠানগুলোকে বর্ধিত সাময়িক লাইসেন্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।
চলতি সপ্তাহে অধিকাংশ লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তৃতীয়বারের মতো লাইসেন্সের বর্ধিতকরণের সুযোগ দিয়েছে। যেসব কোম্পাানি ‘নির্ধারিত পণ্য’ নিয়ে হুয়াওয়ের সাথে ব্যবসা পরিচালনা করতে চায় বা হুয়াওয়ের সরবরাহকারী হিসেবে থাকতে চায় তাদেরকে এই লাইসেন্স গ্রহণ করতে হবে।
ডিবিটেক/বিএমটি