এবার গুগল ম্যাপস-এ যুক্ত হলো ইনকগনিটো মুড। অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগলের সাপোর্ট পেজে ম্যাপের নতুন ফিচারটি সম্পর্কে ঘোষণা দিয়েছে। এটি গুগল ক্রোমের ইনকগনিটো মুড ফিচারটির মতোই কাজ করবে।
গুগল সাপোর্ট পেজে এ বিষয়ে বলা হয়েছে, ম্যাপে ইনকগনিটো মুড সচল করলে- একজন ইউজার ম্যাপে কি সার্চ করছেন, কোথায় যাচ্ছেন এসব তথ্য গুগলের অ্যাকাউন্টে সেভ থাকবে না।
নতুন এই ফিচারটি অন করতে গুগল ম্যাপস অ্যাপে প্রোফাইল পিকচারে ট্যাপ করে ‘টার্ন অন ইনকগনিটো মুড’ অপশনটি সিলেক্ট করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড ইউজাররা ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে আইফোন ইউজার কিংবা আইওএস ডিভাইসে এই ফিচারটি পাওয়া যাবে কি না তা জানা যায়নি।