টিভি সংবাদ উপস্থাপক লরেন সানচেজ (৫৫) এর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজান প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের জেফ বেজোস (৬০)। চলতি সপ্তাহের বড়দিনের পরপরই যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে এ যুগলের বিয়ের সম্ভাব্য আয়োজনের খবর দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।
স্কি খেলার জন্য পরিচিত এ শহরের এক সুশি রেস্তোরাঁ ‘মাতসুশিয়া’ ডিসেম্বরের ২৬ ও ২৭, দুই দিনের জন্য বুক করে রেখেছেন তারা। বিয়ের মূল আয়োজন হবে ২৮ ডিসেম্বর শনিবার।
ঘনিষ্ঠজনদের বরাতের তথ্য, শনিবার এক প্রাইভেট জেটে করে সফরসঙ্গীদের নিয়ে শহরের বিমানবন্দরে এসেছেন অ্যামাজন প্রতিষ্ঠাতা। মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা কেভিন কস্টনারের ১৬০ একরের খামার বাড়ি ‘ডানবার র্যাঞ্চ’-এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। বিয়েতে খরচ হচ্ছে ৬০ কোটি ডলার।
তবে এখন পর্যন্ত বিয়ে নিয়ে কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি বেজোস ও সানচেজ।
এর আগে লরেনের সঙ্গে প্রণয়ের খবর ফাঁস হলে ২০১৯ সালের মাঝামাঝি ভেঙে যায় সে সময়ের স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বেজোসের ২৫ বছরের সংসার। তাদের বিচ্ছেদে প্রায় তিন হাজার আটশ কোটি ডলার গুনতে হয়েছিল বেজোসকে।