বিশ্বের যেসব দেশ ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে নিরাপত্তার প্রসার ঘটাবে তাদেরকে সহায়তার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মিশরে ওয়ার্ল্ড রেডিওকমিউনিকেশন কনফারেন্সে এই পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
সম্মেলনে আগ্রত অতিথিদেরকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র দ্রুততার সাথে ফাইভজি সেবা বাস্তবায়ন করতে চায়। এছাড়া যেসব দেশ ফাইভজির মাধ্যমে তাদের নিজস্ব জনগন এবং অন্যান্য জাতির উপর নিয়ন্ত্রণ করতে চায় তাদের বিপক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
হুয়াওয়ের যন্ত্রাংশের মাধ্যমে চীন গুপ্তচরবৃত্তি করছে এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্র চীনের হুয়াওয়ে টেকনোলজিসের সেবা গ্রহণ না করার নির্দেশনা দেয় এবং কালো তালিকাভুক্ত করে। এরপর ট্রাম্প বিভিন্ন দেশের নেতাদের একাধিক কল করে হুয়াওয়ের পণ্য ও সেবা গ্রহণ না করার অনুরোধ জানান। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনও রয়েছেন।
যদিও কিছু দেশ যেমন নরওয়ে হুয়াওয়েকে নিষিদ্ধ করবে না বলে জানিয়ে দেয়। এমনকি যুক্তরাজ্য এবং জার্মানীতেও হুয়াওয়েকে নিষিদ্ধ করার পরিবর্তে সেবা গ্রহণের কথা জানা গেছে।
এসব পরিপ্রেক্ষিতে সম্মেলনে সুযোগ বুঝে সকল দেশের নেতাদের নতুন এই পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
ডিবিটেক/বিএমটি